নিজস্ব প্রতিনিধি, আড়শা :
পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী আরও ২জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সিরকাবাদ -অযোধ্যা পাহাড় রাস্তার আড়শা থানার ভুদা মোড়ের সামনে। পুলিশ জানায়,” মৃত যুবকের নাম শচীন স্বর্ণকার(২৫)। তার বাড়ি জয়পুর থানার জয়পুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় দুটি মোটরবাইকে করে ছয়জন বন্ধু অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়েছিল । বৃহস্পতিবার সকালে ফেরার পথে আড়শা থানার ভুদা মোড়ের কাছে একটি মোটরবাইকে থাকা তিনজন বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। তিনজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক এক জনকে মৃত বলে জানান। বাকি দু’জন যুবককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।











Post Comment