insta logo
Loading ...
×

মর্মান্তিক দুর্ঘটনা রঘুনাথপুরে। নিহত জামাই, লড়ছেন শ্বশুর

মর্মান্তিক দুর্ঘটনা রঘুনাথপুরে। নিহত জামাই, লড়ছেন শ্বশুর

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর : যাচ্ছিলেন শ্বশুর বাড়ি। সঙ্গে ছিলেন শ্বশুরমশাই। কিন্তু আর শ্বশুরবাড়িতে যাওয়া হলো না। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জামাই। মৃতের নাম সুশান্ত মন্ডল। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার রামভট্টডি গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পুরুলিয়া – বাঁকুড়া রাস্তায় বেড়ো গ্রামের কাছে। বাইক আরোহী শ্বশুর জামাই অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। রঘুনাথপুর থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক সুশান্ত মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের শ্বশুর কাশীপুর থানার পাঁচমাহালি গ্রামের বাসিন্দা রবি মন্ডল গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিৎসাধীন। চারটি ডাম্ফারকে আটক করে চালকদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

Post Comment