নিজস্ব প্রতিনিধি, জয়পুর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত শ্বশুর ও জামাই। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর থানার কিষান মান্ডির কাছে। কোটশিলার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী শ্বশুর – জামাই। তাদেরকে মুখোমুখি ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। ঘটনাস্থলেই মারা যান শ্বশুর ধ্রুবলাল মাহাতো (৬৪)। তাঁর বাড়ি কোটশিলা এলাকার হাসালতা গ্রামে। রাঁচিতে চিকিৎসা চলাকালীন আজ বৃহস্পতিবার মৃত্যু হয় জামাই দীনেশ মাহাতো (৩৪)র। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালককে গ্রেফতার করা হয়েছে।
Post Comment