নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বাইকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলার। রবিবার সন্ধ্যায় বান্দোয়ান – ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর কুইলাপালের ঘটনা। পুলিশ জানায় ,মৃতার নাম চপলা সিং বাবু (৫৬)। তার বাড়ি কুইলাপাল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ওই মহিলা রাজ্য সড়ক ধরে হাঁটছিলেন ।সেই সময় একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে ঘাতক বাইকটিকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।











Post Comment