insta logo
Loading ...
×

নববর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, বলরামপুরে মৃত্যু দম্পতির

নববর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, বলরামপুরে মৃত্যু দম্পতির

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

পয়লা বৈশাখের দিনে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেলো দম্পতির। ঘটনা বলরামপুর থানার অন্তর্গত জামশেদপুর- পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের উপর হাটতলা আন্ডারপাশ সংলগ্ন এলাকায়। এদিন সন্ধ্যের মুখে পুরুলিয়া দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি ও অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রক্তাপ্লুত হয়ে ছিটকে পড়েন বাইকে থাকা দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলরামপুর থানার পুলিশ। তাদের দুজনকে উদ্ধার বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম চুটু মাঝি (২৫) এবং রুপালী মাঝি (১৮)। তাদের বাড়ি বাঘমুন্ডি থানার পারডি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় মৃতা রূপালী ৩ মাসের গর্ভবতী ছিলেন।
ঘাতক বোলেরোটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। চালক পলাতক।

Post Comment