নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: এক সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক পেটানো ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে দুই বালি কারবারিকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা হল বরাবাজার থানার আদাবনা গ্রামের অক্ষয় মাহাতো এবং সুদর্শন মাহাতো। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। এই ঘটনায় আরেক অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ।
বেআইনি বালি কারবার রুখতে অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সন্ধ্যা থেকে আদাবনা গ্রামে কর্মরত ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার্স। অভিযোগ সেদিন রাতে একটি বেআইনি বালি বোঝাই আটক করেন তারা। এরপরই ট্রাক্টরের তিন আরোহী সিভিক ভলেন্টিয়ার গুরুপদ সিং সর্দারকে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তরা তাকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে বালি বোঝাই ট্রাক্টরটি চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। কোনোক্রমে নিজেকে প্রাণে বাঁচান ওই সিভিক ভলেন্টিয়ার। সঙ্গে সঙ্গে ঘটনাটি জানানো হয় বরাবাজার থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনা স্থলের কিছুটা দূরে থাকা বালি বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment