নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: ইটভাটার কার্যালয় থেকে একটি ট্রাক্টর নিয়ে পালালো দুষ্কৃতীরা। পুরুলিয়ার কাশিপুরের এই ঘটনায় হৈ চৈ বেঁধেছে। মঙ্গলবার এই মর্মে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কাশিপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের হয়। যার পরিপ্রেক্ষিতে পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কাশিপুর গ্রামের বাসিন্দা তথা ওই ভাটার কর্মী নিতাই আচার্য্য বলেন, গত বুধবার সন্ধ্যায় ভাটার মধ্যে ওই ট্রাক্টরটি রাখা ছিল। সমস্ত কিছু দেখে তিনি বাড়ি যান। পরের দিন সকালে এসে দেখেন কার্যালয়ের তালা ভাঙা।ট্রাক্টরটিও উধাও। এছাড়া সেখানে থাকা দুটি ব্যাটারিও দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
Post Comment