নিজস্ব প্রতিনিধি, কাশিপুর : ঘটিবাটি নয়, নয় গয়না- টাকা পয়সা, এমনকি বাইক সাইকেলও নয়। আস্ত একটি ট্রাক্টর চুরি! সেই ট্রাক্টর চুরির ঘটনায় তদন্ত নেমে দুজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলার কাশিপুর থানার পুলিশ। ধৃতরা হল এই থানারই কুলডিহি গ্রামের বাসিন্দা তাজউদ্দীন আনসারি ও মুসলিম আনসারি। শনিবার তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত ১৫ অক্টোবর কাশিপুর থানায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাশিপুরের বাসিন্দা নিতাই আচার্য। তিনি পুলিশকে জানিয়েছিলেন, যে ইট ভাটায় তিনি কাজ করেন, গত ৯ অক্টোবর ওই ভাটায় একটি ট্রাক্টর রাখা ছিল। সন্ধ্যায় ইট ভাটার ঘরে তালা বন্ধ করে বাড়ি ফেরেন তিনি।পরের দিন সেখানে গিয়ে দেখা যায় ঘরের তালা ভাঙা। ঘরের মধ্যে থাকা দুটি ব্যাটারি এমনকি সেখানে থাকা ওই ট্রাক্টরটিও কে বা কারা চুরি করে নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পরেই চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে কাশিপুর থানার পুলিশ। শুক্রবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। চুরির জিনিস কোথায় চলছে খোঁজ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment