টোটো চালাতে লাইসেন্স : পৌরপ্রধান
বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
কথায় আছে, রাখে কৃষ্ণ মারে কে?
৫ ছাত্র ছাত্রী নিয়ে একটি পুকুরে ঢুকে পড়লো একটি টোটো। ঘটনা বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ভাটবাঁধে। বরাত জোরে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল কচিকাঁচারা। যদিও এক ছাত্রকে ভর্তি করা হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।
পুরুলিয়া শহরের একটি ইংরেজি মাধ্যম ( CBSE) স্কুল ছুটির পর একটি টোটোতে করে বাড়ি যাওয়ার সময় পুরুলিয়া শহরের ৫নং ওয়ার্ডের ভাটবাঁধ এলাকায় একটি পুকুরে পড়ে যায় ছাত্রছাত্রী ভর্তি টোটোটি। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে সপ্তম শ্রেণীর এক ছাত্র চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে যান পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালি, পুরুলিয়া সদর থানার আই সি শিবনাথ পাল।
পুর প্রধান নবেন্দু মাহালি বলেন, “ভাটবাঁধের অ্যাটলাস ক্লাবের পুকুরে ছাত্রছাত্রী ভর্তি একটি টোটো পড়ে গিয়েছিল। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ছুটে আসি। উদ্ধার করার পর ছাত্রছাত্রীদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দেখার জন্য আমিও সেখানে যাই। এখানে দমকল বাহিনীর কর্মীরা, পুরুলিয়া টাউন থানার আইসি এবং অন্যান্য আধিকারিকেরা এসেছেন। টোটোটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাগুলোকে উদ্ধার করেছেন। তাই তাদের তৎপরতাকে সাধুবাদ জানাই।”
তিনি আরও বলেন, “শহরে যে সমস্ত টোটো চলছে তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে টোটোগুলির ফিটনেস সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। টোটো চালকদের লাইসেন্স থাকা অতি আবশ্যক। লাগবে আরসি বুক সহ অন্যান্য কাগজপত্র।”
টোটোটি উদ্ধার করে পুরুলিয়া টাউন থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কী কারণে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment