insta logo
Loading ...
×

ভুতুড়ে কাণ্ড! বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে নির্মিত শৌচাগার, ক্ষুব্ধ বিধায়ক

ভুতুড়ে কাণ্ড! বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে নির্মিত শৌচাগার, ক্ষুব্ধ বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

যে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রয়েছে বছরের পর বছর ধরে সরকারি অর্থ বরাদ্দ করে সেখানেই নির্মিত হলো শৌচাগার! ঘটনায় ক্ষুব্ধ খোদ শাসকদলের বিধায়ক। এমন আশ্চর্য ঘটনা ঘটেছে ঝালদা থানার মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, কুড়ি বছর ধরে খামার উপ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বন্ধ। সেখানে পঞ্চায়েত কেন নির্মাণ করল এই শৌচাগার? এই শৌচাগার ব্যবহারই বা করবে কারা?

স্থানীয় সূত্রে জানা গেছে এখন যে স্বাস্থ্যকেন্দ্র জরাজীর্ণ সেই খামার উপ
স্বাস্থ্যকেন্দ্র থেকে এক সময় খামার , এদেলডি , পাররি ও দাঁততিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পরিষেবা পেতেন। পরিষেবা কি এখন মেলে না? এখনও মেলে, তবে সপ্তাহে একদিন। সেও গাছের তলায় বা গ্রামের হরি মন্দিরে। বাসিন্দাদের দাবি, শৌচাগার যখন হলই, সাথে সাথে উপ স্বাস্থ্যকেন্দ্রটিও পুনরায় চালু হোক। পঞ্চায়েত প্রধান মাধুরী সিং মুড়ার যুক্তি, খোলা আকাশের নিচে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিচ্ছেন তাদের জন্য শৌচাগার নির্মাণ করা হয়েছে।
ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ মন্ডল জানান, অনুমোদন পেলেই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হবে। তখন শৌচাগারটি কাজে লাগবে।
বাঘমুন্ডির বিধায়ক তথা রোগীকল্যাণ কমিটির চেয়ারম্যান সুশান্ত মাহাতো বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে শৌচাগার নির্মাণে পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন উপ স্বাস্থ্যকেন্দ্র যাতে পুনরায় চালু হয় সে জন্য স্বাস্থ্য দফতরে দরবার করবেন তিনি।

Post Comment