নিজস্ব প্রতিনিধি, বোরো: বরাদ্দ হয়েছিল ২০ লক্ষ টাকা। পুরুলিয়া জেলা পরিষদের বরাদ্দ করা সেই টাকায় নির্মিত হয়েছে ঢালাই রাস্তা।
আজ বুধবার মানবাজার-২ ব্লকের বুড়িবাঁধ অঞ্চলে জেলেংমুড়ি থেকে কালাপতি রোড ভায়া চেকুয়া শবর পাড়ার রাস্তাটির উদ্বোধন করা হলো। পাশাপাশি বড়গড়িয়া হাইস্কুলে জেলা পরিষদ থেকে ১৭ লক্ষ টাকা ব্যয়ে টয়লেট কমপ্লেক্সের উদ্বোধনও করা হলো। উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো। সঙ্গে ছিলেন মানবাজার-২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাত, বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদাস হাঁসদা, বড়গড়িয়া জামতোড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পা হালদার, সাগুন মুর্মু, দীনবন্ধু হালদার, সঞ্জয় হাঁসদা, উৎপল মান্ডি, ক্ষুদিরাম মান্ডি, সমীর মাহাত প্রমুখ।
১৭ লক্ষের টয়লেট প্রত্যন্ত গ্রামে
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment