নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ফর্ম ফিল আপ প্রক্রিয়াকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে পুরুলিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে, সরকারি ভাবে নিযুক্ত বিএলও-র সঙ্গে একযোগে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতা আসলাম শেখ ও তার অনুগামীরা। তাঁরা নাকি নিজেদের দলীয় বিএলএ পরিচয়ে ভোটার যাচাইয়ের কাজ করছেন। ফলে সরকারি নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও শুরু হয়েছে এসআইআর ফর্ম ফিল আপের কাজ। সরকারি বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে ভোটারদের নাম, ঠিকানা, বয়স, ছবি ইত্যাদি যাচাই করার। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই সরকারি কর্মীদের সঙ্গে দলীয় প্রতিনিধি হিসেবেই হাজির হচ্ছেন শাসকদলের কিছু নেতা-কর্মী। বিএলও কিশোর দাসের বক্তব্য, “কমিশনের নির্দেশ মেনেই কাজ চলছে। ভোটারদের বোঝানো হচ্ছে কীভাবে ফর্ম পূরণ করতে হবে। কোথাও কোনও সমস্যা হয়নি।”
অন্যদিকে, তৃণমূলের দলীয় বিএলএ হিসেবে পরিচয় দিয়ে আসলাম শেখ দাবি করেছেন, “দলের নির্দেশ মতোই আমরা সহযোগিতা করছি যাতে কারও নাম বাদ না যায়। ভোটারদের স্বার্থেই বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করা হচ্ছে।”
তবে বিরোধী শিবিরের দাবি সম্পূর্ণ ভিন্ন। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “সরকারি প্রক্রিয়ায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। তৃণমূল নেতারা নিজেদের সরকারি পরিচয়ে ভোটারদের প্রভাবিত করছেন— এটা গণতান্ত্রিক ব্যবস্থার অপব্যবহার। বিষয়টি আমরা কমিশনের কাছে তুলে ধরব।”
এদিকে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও জেলা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে।











Post Comment