insta logo
Loading ...
×

লোকালয়ের দিকে বাঘিনী

সুজয় দত্ত, সম্রাট নাগ ও অমরেশ দত্ত:

জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে বাঘিনী জিনাত। যেখানে বাঘের ভয় সেদিকেই লোকালয়। রাতারাতি বান্দোয়ানের রাইকা ভাঁড়ারির জঙ্গল ছেড়ে মানবাজার ২ নং ব্লকের ডাঙরডি মোড়ের জঙ্গলে বাঘিনী। রেডিও কলার ট্র‍্যাকিং তাই বলছে। আবার সেই এলাকায় মিলেছে রয়্যাল বেঙ্গল বাঘিনীর পদচিহ্নও।

কেউ কথা রাখেনি। বন দফতর বলেছিল তারা চলবে বাঘিনীর মর্জিমাফিক। কিন্তু কথা রাখল না তারা। কার্যত জিনাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একেবারে হাতি তাড়ানোর কায়দায় চরমভাবে বিরক্ত এবং অসহায় করে তোলা হলো বাঘিনীকে। গজ শস্ত্রের মুহূর্মুহু বিকট শব্দ আর আলোর ঝলকানি দিয়ে বৃহস্পতিবার রাত জুড়ে বন দফতরের পরিকল্পনা ছিল বাঘিনীকে জালবন্দি করার। নাকি বাংলা ছাড়া করার? দুটোর কোন পরিকল্পনাই কার্যকর হলো না। বরং যা ভয় ছিল হলো সেটাই। গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে চলে এলো জিনাত।

আপাতত তার অবস্থান মানবাজার ২ নং ব্লকের ডাঙরডি মোড়ের কাছের জঙ্গল। জঙ্গলের খুব কাছেই লোকালয়। জঙ্গল ততটা গভীর নয়। রাইকা পাহাড়ের জঙ্গলে বুনো শূকর আছে। এখানে সেটাও নেই। ফলে ফেলুদা যদি বলেই ফেলে,” চিন্তা হচ্ছেরে তোপসে!” দোষের কিছু থাকে না। চিন্তার ভাঁজ বন কর্তাদের কপালে। আবার আশার আলোও আছে। যেহেতু এখানে জঙ্গল ততটা গভীর নয়, তাই জিনাতকে কব্জা করাও সহজ হতে পারে।

জিনাতের যাতায়াতের রুট ম্যাপ করলে তার একটা মনোভাব স্পষ্ট হয়ে যায়। জিনাত কিন্তু সামনের দিকে এগোচ্ছে। ইউ টার্ন একবারও নেয়নি। আর তাই বান্দোয়ান থেকে ঝাড়খণ্ডের দিকে না গিয়ে সে শহরমুখী।

কিন্তু বাঘ লোকালয়ে এলে? স্মৃতি বড়ো বেদনার। জঙ্গলমহলে লোকালয়ে বাঘের আগমন সুখকর হয়নি অন্তত বাঘের ক্ষেত্রে৷

ঝাড়গ্রামের লালগড় ডাঙরডি থেকে খুব একটা দূর নয়। বছর সাতেক আগে সেখানে একটি বাঘকে পিটিয়ে মারা হয়েছিল।
২০১৫ সালের ২০ জুন পুরুলিয়া জেলার কোটশিলা বনাঞ্চলের টাটুয়াড়ায় সাতসকালে লোকালয়ে চলে এসেছিল একটি চিতাবাঘ। এলাকার মানুষজন তাড়া করায় এক গৃহস্থের বাড়ির শৌচাগারে ঢুকে পড়ে। সেই খবর রটে যেতেই সেখানে আসে পুলিশ। এক পুলিশ আধিকারিক ওই শৌচাগারের দরজা খুলতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে চিতা। জখম হন তিনি। এরপরেই গ্রামের শত শত মানুষ লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে তাকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেয়। কেটে নেয় পা। উপড়ে নেওয়া হয়েছিল নখ।

সেই ভয়ানক দৃশ্যগুলির কথা মনে এলে বলা যায়, বাঘ লোকালয়ে এলে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের কথা ভুলে যায় মানুষ। স্ট্র‍্যাটেজি বদলে বন দফতর কিন্তু সেই সিঁদুরে মেঘের দর্শন করাচ্ছে।

জিনাতের যাতায়াত

◾১৫ নভেম্বর, ২০২৪
মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জ়িনতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন পরে রেডিয়ো কলার পরানো হয়।

◾ ২৪ নভেম্বর,২০২৪
জিনাতকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল।

◾২৮ নভেম্বর, ২০২৪
ঝাড়খণ্ডের দিকে হাঁটতে থাকে সে। কয়েক দিন ঝাড়খণ্ড ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে।

◾২২ ডিসেম্বর, ২০২৪
ঝাড়গ্রাম থেকে বাঘিনি ঢুকে পড়ে পুরুলিয়ারা বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে।

◾২৭ ডিসেম্বর, ২০২৪
জিনাতের অবস্থান পুরুলিয়া জেলার মানবাজার ২ নং ব্লকের ডাঙরডি মোড়ের পাশে ধরমপুরের পাইসাগড়া জঙ্গলে।

Post Comment