নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বান্দোয়ানে দাঁড়িয়ে খোদ রাজ্যের বনমন্ত্রী যখন বাঘবন্দির সাফল্যে পুরস্কৃত করছেন জিনাত বন্দিতে অংশগ্রহণকারীদের, তখন জিনাতের আশিক বানজারা বাঘ বেফিকির ঘুরে বেড়াচ্ছে বান্দোয়ানে। কখনও ঝাড়খণ্ড, কখনও বাংলা চলছে তার ডেইলি প্যাসেঞ্জারি। চলতি সপ্তাহে তিন তিন বার ঝাড়খন্ড থেকে আবার বান্দোয়ানে ফিরেছে জিনাতের আশিক। বৃহস্পতিবার সকালবেলাতেই পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বনবিভাগের পুরুলিয়ার বান্দোয়ানের থরকাদহ থেকে হেঁসেলঘুটু যাওয়ার রাস্তায় বড়বেড়া এলাকার কাছে বাঘের গাদা গাদা পায়ের ছাপ মেলে ।

চাষের জমি থেকে ধুলো রাস্তায় সেই পায়ের ছাপ দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনাঞ্চল কর্তৃপক্ষ পদচিহ্ন দেখে খোঁজ শুরু করেন। প্রশ্ন, বাঘটি ওই এলাকাতেই রয়েছে নাকি আবার রাইকা ফিরে গিয়েছে? নাকি ঝাড়খণ্ডের পথ ধরেছে? সন্দিহান বনদপ্তর। এদিকে বুধবার রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ পাওয়া যায় ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার ডাইনমারি, মাকুলিতে। ওই এলাকা থেকেই পরদিন জিনাতের আশিক বাঘ বান্দোয়ানে প্রবেশ করে বলে পায়ের ছাপ দেখে মনে করছে বনদপ্তর। কংসাবতী দক্ষিণ বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দুমকাকোচা থেকে দুয়ারসিনি-গালুডি রাস্তা পার হয়ে আসনপানি এলাকায় আসে ওই বাঘটি। বাঘটির নিরাপত্তার স্বার্থে এই রয়্যাল বেঙ্গল টাইগারের অবস্থান বনদপ্তর সঠিকভাবে না জানালেও ধারাবাহিকভাবে নজরদারি চালাচ্ছেন তাঁরা।
Post Comment