নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: বেআইনি বালি উত্তোলন ও পাচার রুখতে এবার আরও কঠোর ভাবে অভিযানে নামলো পুরুলিয়ার কাশিপুর থানার পুলিশ। সোমবার ও মঙ্গলবার দু’দিন বেআইনি বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করে ৪ জনকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ। সোমবার তাদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে সোমবার গভীর রাতে কাশীপুরের পাহাড়পুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক করে কাশিপুর থানার পুলিশ। তবে পুলিশকে আসতে দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক সহ অন্যান্যরা। তবে ইতিমধ্যেই ওই দুটি ট্রাক্টর আটক করে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।










Post Comment