নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া
ছিল ৮৬ হাজার। বেড়ে হলো ৮৯ হাজার। পুরুলিয়ায় বাড়ছে তিন হাজার আবাসের উপভোক্তা। গ্রাম সভায় বিচারে প্রধান ক্রাইটেরিয়া ছিল মানবিকতা। তাতে ভর দিয়ে ৩ হাজার উপভোক্তা বাড়ল আবাস তালিকায়। আর ৮৬ হাজার নয়। পুরুলিয়ায় বাড়ি পাবেন প্রায় ৮৯ হাজার উপভোক্তা। বুধবার জেলায় শীর্ষ বৈঠকের পর প্রায় সহমতি মিলেছে। এখনও চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। সম্প্রতি পুরুলিয়া জেলা প্রশাসনের প্রকাশিত আবাস তালিকা অনুযায়ী ৮৬ হাজার উপভোক্তার বাড়ি পাবার কথা ছিল।বিভিন্ন ব্লকের গ্রাম সভার বৈঠকে কিছু কারণে বাদ পড়া মানুষজনকে তালিকায় রাখা হয়েছে। আগে বাদ গিয়েছিলেন ২৩.৬৬ শতাংশ মানুষ। এবার তা হলো প্রায় ২০ শতাংশ। জেলাশাসক রজত নন্দা বলেন, ” বিডিওদের পাঠানো তালিকা অনুযায়ী আলোচনা হয়েছে। যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেই বিষয়টিও দেখা হবে। গ্রাম সভায় কোন কোন বিষয়ে আপত্তি পড়েছে, আমরা খতিয়ে দেখছি। তারপর ফাইনাল লিস্ট প্রকাশ হবে। “
চলতি মাসের ১৩ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা রাজ্যের কাছে পাঠানোর নির্দেশ রয়েছে। বড়দিনের আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়ার পরিকল্পনা।
আবাস প্লাসের তালিকা নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পুরুলিয়া। বিভিন্ন ব্লকে রাস্তা অবরোধ, পঞ্চায়েতে তালা লাগানো সবে মিলে মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়েছিল চূড়ান্ত রূপ। সেই বিষয়গুলিও গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন।
সারা রাজ্যে ২০২২ আবাস প্লাস অপেক্ষমান তালিকা থেকে সমীক্ষার কাজ হয়েছে। পুরুলিয়াতে
এই আবাস প্লাসের অপেক্ষমাণ ও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বাড়ির জন্য আবেদন করা তালিকা মিলিয়ে মোট ১,২১,৫৭৬ নাম ছিল। প্রথমে অ্যাপ তার পর সুপার চেকিং, পুলিশ চেকিংয়ের মাধ্যমে এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় ব্লক স্তর থেকে চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তা দেখে জেলা চূড়ান্ত করবে তালিকা।
Post Comment