নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শুধু মানভূম নয়, ছৌ নাচের ভিন্ন দুই ধারা রয়েছে ঝাড়খণ্ড ও ওড়িশায়। এই তিন ধারার ছৌ নাচের মিলন উৎসব আয়োজিত হচ্ছে ঝাড়খণ্ডের নিমডিতে। মত বিনিময়ে শুক্রবার থেকে ছৌ নাচের ঘরানাগুলিই সমৃদ্ধ হবে, মনে করছেন উদ্যোক্তারা।
পুরুলিয়ার জঙ্গলমহল বলরামপুর
লাগোয়া ঝাড়খন্ডের নিমডি। ঝাড়খণ্ডের সরাইকেলা- খঁরসোওয়া জেলার নিমডির গান্ধী আশ্রমে আয়োজিত হচ্ছে এই উৎসব। চলবে তিন দিন ধরে। সকাল ১০ টা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত।
পলাশ পর্যটনে পুরুলিয়া এখন পর্যটকে জমজমাট। সেই পর্যটকদের আগ্রহ আরও বাড়াতে তাল ঠুকছে ছৌ মহোৎসব।
আয়োজক একটি সাংস্কৃতিক সংস্থা। সহযোগী একটি বেসরকারি ব্যাংক।
আয়োজকরা জানাচ্ছেন ছৌ নাচের তিনটি ধারা। বাঘমুণ্ডি ঘিরে মানভূমের বীররসের ছৌ, ওড়িশার ময়ূরভঞ্জ আর ঝাড়খণ্ডের সরাইকেলার ভিন্ন ধরণের ছৌ পারস্পরিক মত বিনিময়ে আরও সমৃদ্ধ হয়ে উঠবে, বলছেন আয়োজক সংস্থার কো-অর্ডিনেটর উৎপল দাস। তিনি বলেন, ” উৎসবে
প্রবেশ একেবারে অবাধ। উৎসবে শুধু নাচই হবে না৷ হবে আলোচনাও। “
উৎসবে থাকছে ছৌ নাচের সঙ্গে যুক্ত প্রায় ১৫ টি দলের ৩৫০ জন ছৌ শিল্পী। সঙ্গে মুখোশ এবং বাদ্যযন্ত্রে চারজন করে মোট আটজন শিল্পী। উৎসবের সঙ্গে হাতে কলমে ছৌ নাচের মুখোশ তৈরি হতে দেখবেন আগত দর্শকরা। মলয়কুমার সাহু, গণেশ চন্দ্র মাহাতো, পরমানন্দ নন্দের মতো ওস্তাদরা এই উৎসবের অংশ হচ্ছেন।
Post Comment