insta logo
Loading ...
×

ছুরি নিয়ে হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার সাঁতুড়িতে

ছুরি নিয়ে হামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার সাঁতুড়িতে

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি: ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুরুলিয়ার সাঁতুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ আজিজুল, শেখ আরমান এবং শেখ সরবাজ। তাদের বাড়ি সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরমানের সাথে তার স্ত্রীর ঝামেলা হয়। ফলে সিধুর বাড়ি থেকে রাগ করে ওই মহিলা মুরুলিয়া গ্রামেই বাপের বাড়িতে চলে যায়। এর পর মঙ্গলবার আরমান তার শ্বশুর বাড়িতে জামাকাপড় আনতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। ওই সময় আরমান ও তার মাকে শ্বশুর বাড়ির লোকজন বেধড়ক মারধর করে বলে দাবি। ওই ঘটনায় দুপক্ষই কম-বেশি আহত হয়। পরে তারা জখম মুরাড্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিল। ওই সময় মারধর করার পাশাপশি ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। যার ফলে আরমানের স্ত্রী সহ তিনজন রক্তাক্ত জখম হন। এই ঘটনায় সাঁতুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

Post Comment