insta logo
Loading ...
×

পৃথক পৃথক ঘটনায় নিখোঁজ তিন নাবালিকা

পৃথক পৃথক ঘটনায় নিখোঁজ তিন নাবালিকা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল তিন নাবালিকা। পুরুলিয়া জেলার পুরুলিয়া সদর, সাঁওতালডি এবং আদ্রা থানায় আলাদা আলাদা তিনটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার পুরুলিয়া শহরের বছর ১৫র এক কিশোরী বাড়ি থেকে একটি কার্যালয়ে যাওয়ার জন্য বার হয়। আর তার খোঁজ মেলেনি। তার পরিবারের দাবি কিশোরীকে কেউ আটকে রেখেছে। এদিনই সকালে সাঁওতালডি টাউন এলাকার আবাসন থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল দশম শ্রেণীর এক কিশোরী। তারপর থেকে আর তার হদিশ মেলেনি। অবশ্য সাঁওতালডি স্টেশনের বাইরে মিলেছে তার সাইকেলটি। আরেক কিশোরী নিখোঁজ আদ্রা থানা এলাকায়। পিসির বাড়ি থেকে বাস ধরে বাড়ি ফেরার পথ ধরেছিল বছর ১৬র এক কিশোরী। কিন্তু বাড়ি ফেরা তো দূর, তার খোঁজই মিলছে না। তিনটি ঘটনাতেই অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের বিরুদ্ধে পুলিশ অপহরণের মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত।

Post Comment