insta logo
Loading ...

পাচার রুখল পুলিশ।বাজেয়াপ্ত আলু বোঝাই তিনটি লরি, ধৃত ৭

পাচার রুখল পুলিশ।বাজেয়াপ্ত আলু বোঝাই তিনটি লরি, ধৃত ৭

নিজস্ব প্রতিনিধি, বোরো

বারণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কড়া নজরদারি চলছে। তারপরও চোরা পথে ঝাড়খন্ডে আলু পাচারের চেষ্টা! তবে সফল হলোনা কারবারিরা। আলু পাচার হাতেনাতে ধরল পুলিশ। বিপুল পরিমানে আলু বোঝাই তিনটি লরি আটক করল বোরো থানা। এই ঘটনায় এক মাস্টার মাইন্ড সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বোরো এলাকার এক ব্যক্তি রয়েছে। যার মাধ্যমে প্রায় ৬৭ মেট্রিক টন আলু ভিন রাজ্যে পাচারের চেষ্টা করা হয়েছে। এছাড়া বাকি ৬ জনের মধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মানবাজার বান্দোয়ান রাস্তা ধরে তিনটি গাড়ি আসছিল। সেই সময় বোরোর বিডিও অফিসের কাছে নাকা পয়েন্টে থামানো হয় গাড়িগুলিকে। এরপরেই চালকের কাছে বৈধ নথি দেখতে চান পুলিশ কর্মীরা। চালকের অসংলগ্ন কথাতে সন্দেহ হয় পুলিশের। তাকে আটক জেরা শুরু করে পুলিশ কর্মীরা। জেরায় জেরবার চালক জানায় ওই বিপুল পরিমান আলু নিয়ে যাওয়া হচ্ছিল ঝাড়খন্ডে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনটি গাড়ির চালক, খালাসি সহ মোট সাতজনকে গ্রেফতার করছে বোরো থানার পুলিশ। এই ঘটনায় একটি মামলা রুজু করে পুলিশ। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তিন জনকে পুলিশ হেফাজত এবং বালি চার জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Post Comment