insta logo
Loading ...
×

দুর্ঘটনায় জখম তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

দুর্ঘটনায় জখম তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহত ছাত্রদের নাম শ্যামল কুমার, জগন্নাথ কুমার ও সোমনাথ কুমার। তারা কোটশিলা থানা এলাকার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। চাতমবাড়ি হাইস্কুলের তিন ছাত্র বামনিয়া হাইস্কুলে তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বাইকে করে বাড়ি ফিরছিল। পান্ডুয়াড়া গ্রামের কাছে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারায়। তিনজনেই মাটিতে পড়ে যায়। সেই সময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত পরিচয় বাইক তাদের ধাক্কা মারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের কোটশিলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়েছে।

Post Comment