insta logo
Loading ...
×

ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, তিন দুষ্কৃতী জালে ধরা পড়ল

ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, তিন দুষ্কৃতী জালে ধরা পড়ল

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

পুরুলিয়া মফস্বল থানার পুলিশের তৎপরতায় ভেস্তে গেল এক বড়সড় ডাকাতির পরিকল্পনা। বৃহস্পতিবার ভোর রাতে লিপানিয়া মোড়ের কাছে ডাকাতির ছক কষে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে হাতেনাতে পাকড়াও করা সম্ভব হয়।

ধৃতদের নাম শেখ দানিশ, শেখ ইবাদত ও শেখ ইঞ্জামুল। পুলিশ সূত্রে জানা গেছে, দানিশ ও ইবাদতের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে, আর ইঞ্জামুলের বাড়ি পাড়া থানার হরিহরপুর গ্রামে। তল্লাশিতে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রশস্ত্র এবং একটি মোটরবাইক।

পুলিশের দাবি, রাস্তার ধারে একটি ঝোপের কাছে সাত-আটজন সন্দেহভাজন ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। এরপরেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ দল। তবে পুলিশের গতিবিধি টের পেয়ে চার-পাঁচজন পালিয়ে যায়। বাকিদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে, ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তারা একত্রিত হয়েছিল। এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Post Comment