insta logo
Loading ...
×

এবার মদের বিরুদ্ধে পথে নামলেন সাঁওতালডিহির মহিলারা

এবার মদের বিরুদ্ধে পথে নামলেন সাঁওতালডিহির মহিলারা

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:

মদের বিরুদ্ধে পুরুলিয়ায় আন্দোলন চলছেই। গ্রামে মদের অবাধ ব্যবসা ও তার সামাজিক প্রভাবের বিরুদ্ধে এবার পুরুলিয়ার সাঁওতালডিতে
রাস্তায় নামলেন মহিলারা। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ সাঁওতালডিহি কাঁকিবাজার এলাকায় বিক্ষোভ মিছিল হয়। স্থানীয় মহিলা সমিতির নেতৃত্বে শতাধিক মহিলা গ্রাম পরিক্রমা করে বাজার চত্বরে জড়ো হন এবং ‘মদ বন্ধ করো’, ‘আমাদের ঘর বাঁচাও’ স্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা।বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামের মধ্যে মদের ব্যবসা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নির্দিষ্ট সময় বা সীমানার তোয়াক্কা না করেই দিনরাত চলছে বিক্রি। কিছু মদ ভাটির মালিক গ্রামে গ্রামে হোম ডেলিভারির ব্যবস্থাও চালু করেছে। এর ফলে যুব সমাজ, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সংসার করা পুরুষেরা— সবাই ক্রমশ নেশার জালে জড়িয়ে পড়ছেন।
এক বিক্ষোভকারী মহিলা বলেন, “আমাদের ছেলে, স্বামী সবাই মদের নেশায় ডুবে যাচ্ছে। সংসার ভাঙছে, ঘরে ঝগড়া-বিবাদ বাড়ছে। পুলিশকে বারবার জানিয়েও কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।”
বিক্ষোভকারীরা দেশি ও বিদেশি মদের দোকান ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, প্রশাসন যদি অবিলম্বে পদক্ষেপ না নেয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। গ্রামবাসীদের দাবি, শুধুমাত্র অভিযান চালিয়ে নয়, স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন— নইলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠবে বলে আশঙ্কা।

Post Comment