insta logo
Loading ...
×

ভার্চুয়াল উদ্বোধনের তৃতীয় পর্যায়েও ব্রাত্য ঝালদা শহর

ভার্চুয়াল উদ্বোধনের তৃতীয় পর্যায়েও ব্রাত্য ঝালদা শহর

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :


ভার্চুয়াল উদ্বোধনের তৃতীয় পর্যায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল পুরুলিয়া জেলার ২০টি দুর্গাপূজা। শহর – মফস্বল মিলিয়ে চতুর্থীর সন্ধ্যায় ভার্চুয়াল উদ্বোধনে ব্রাত্য থেকে গেল ঝালদা পুর শহর।
এদিন পুরুলিয়া শহরের দুটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদরপাড়া পুজো কমিটির মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা শাসক রজত নন্দা, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এস সি সেন পুজো কমিটির মণ্ডপে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালি। রঘুনাথপুর পুর শহরের রঘুনাথপুর থানা গ্রামরক্ষী বাহিনীর পুজো উদ্বোধন হয়। মফস্বলের পুজোগুলির মধ্যে ছিল নিতুড়িয়া ব্লকের সরবড়ি সর্বজনীন ও পারবেলিয়া সর্বজনীন, কাশিপুর ব্লকের কাশিপুর উপর বাজার ও পলাশকোলা সর্বজনীন, জয়পুর ব্লকের আটাকল চক সর্বজনীন ও বালিভাসা পূজা কমিটি, পুঞ্চা ব্লকের পাঁড়ুই সর্বজনীন, মানবাজার ১ নং ব্লকের ডুমুরিয়া সর্বজনীন, রঘুনাথপুর ১ নং ব্লকের অরবিন্দ পল্লী শ্রী শ্রী সর্বজনীন, মানবাজার ২ নং ব্লকের বারি সর্বজনীন, পাড়া ব্লকের আনাড়া মহিলা সমিতি, হুড়া ব্লকের বিশপুরিয়া সর্বজনীন, পুরুলিয়া ১ নং ব্লকের শ্রী ষোলআনা ও বেলগুমা মাহাত পাড়া সর্বজনীন, আড়ষা ব্লকের কুদাগাড়া সর্বজনীন, সাঁতুড়ি ব্লকের মুরাডি বেঙ্গল ক্লাব সর্বজনীন ও বাঘমুণ্ডি ব্লকের অযোধ্যা পাহাড় সর্বজনীন পুজো। মানবাজার ১ নং ব্লকের ডুমুরিয়া সর্বজনীন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

Post Comment