insta logo
Loading ...
×

মিলবে না পানীয় জল! এ কী বলছে পুরসভা!

মিলবে না পানীয় জল! এ কী বলছে পুরসভা!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : হোক না শীতকাল। তবু পানীয় জলের কষ্ট দেখা দিতে পারে পুরুলিয়া শহর জুড়ে। অন্তত পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে প্রজ্ঞাপিত বিজ্ঞপ্তিতে তেমনটাই সন্দেহ করা হচ্ছে। পুরুলিয়া পৌরসভার ফায়ার ব্রিগেড পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহর মেইন পাইপলাইন সিফটিং হওয়ার কাজ চলছে। তার জন্য দুদিন জল সরবরাহ বিঘ্নিত হবে। এই কাজের জন্য পুরবাসীর সহযোগিতা কামনা করেছেন পৌরপ্রধান নবেন্দু মাহালি।

Post Comment