নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্রীটি। পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে তাকে অপহরণের চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠল তারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এমন উত্তেজক ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পুরুলিয়ার ঝালদায়। পরীক্ষা শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে ঝালদা থানায় পৌঁছে অভিযুক্তর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করল ওই পরীক্ষার্থী।
বছর ১৭ র ওই কিশোরী কোটশিলা থানার একটি গ্রামের বাসিন্দা। ঝালদা শহরের একটি বিদ্যালয়ে এবারের উচ্চমাধ্যমিকে সিট পড়েছে তার। সোমবার ছিল কলা বিভাগেত ওই ছাত্রীর ফিলোজফি পরীক্ষা। তার অভিযোগ, ঝালদা এলাকার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে ওই ছাত্রীকে মোটর বাইকে ধাওয়া করে অভিযুক্ত। ছাত্রী ছিলো সাইকেলে দ্রুত গতিতে সাইকেল নিয়ে সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়। অভিযোগ সেখানেও ওই ছাত্রীর সাইকেল ধরে টানা টানি করতে থাকে অভিযুক্ত। মোটর বাইকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করে। কোনোওমতে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়ে ছাত্রীটি। পরীক্ষা শেষে ওই কিশোরী ফোন করে বিষয়টি জানালে পরিবারের লোকজন ঝালদার ওই স্কুলে পৌঁছে ওই কিশোরীকে সঙ্গে নিয়ে থানায় যান। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে পলাতক অভিযুক্ত যুবকের খোঁজ শুরু হয়েছে। মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।
Post Comment