নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
১২টি দলের অংশগ্রহণে জয়পুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ৪ দিন ধরে জমজমাট ছিলো জয়পুর আর বি বি হাইস্কুল ময়দান।
রবিবার জেপিএল ফাইনালে ওঠে আস্তিক ইলেভেন ও শিবদুর্গা ইলেকট্রনিকস। ফাইনালের মতো ফাইনাল। প্রথমে ব্যাট করে শিবদুর্গা ইলেকট্রনিকস নির্ধারিত ৮ ওভারে তোলে ১১৩ রানের বিশাল স্কোর। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ৫ উইকেটে জয় পায় আস্তিক ইলেভেন। উপস্থিত ছিলেন জয়পুর থানার আইসি পার্থ কুমার ভুঁইয়া, বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও প্রমুখ।জয়ী আস্তিক ইলেভেনের হাতে ৪৫০০০ টাকা পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ শিবদুর্গা ইলেকট্রনিকস পায় ৩৫০০০ টাকা এবং ট্রফি।











Post Comment