insta logo
Loading ...
×

গ্রামে নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সমস্যায় বাঘমুন্ডির প্রত্যন্ত গ্রাম

গ্রামে নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সমস্যায় বাঘমুন্ডির প্রত্যন্ত গ্রাম

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

গ্রামে আজও চালু হয়নি কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তার জেরে গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও ছোট শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ২০০টি পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েত এলাকার হারুপডি গ্রামের এই ঘটনায় ক্ষোভ বাড়ছে।

দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রামে শিশু ও মাতৃকল্যাণ প্রকল্প বাস্তবায়নের জন্য আইসিডিএস সেন্টার থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। ফলে নিয়মিত পুষ্টিকর খাবার, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের শিশুরা। বিশেষ করে তিন থেকে ছয় বছর বয়সি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
গ্রামবাসীদের অভিযোগ, গত ১১ ডিসেম্বর এই সমস্যার কথা তুলে ধরে গ্রামের মানুষজন বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। তাদের দাবি, অবিলম্বে গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হোক এবং বঞ্চিত পরিবারগুলিকে দ্রুত পুষ্টিকর খাদ্যের আওতায় আনা হোক। তাদের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামের মহিলারা।

Post Comment