নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
নিয়ম মেনে বালি তোলার ইজারা নিয়েও রেহাই নেই। বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে ইজারাদারকে বালি তুলতে বাধা দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে।
ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে ঝালদা থানার সুবর্ণরেখা নদীর মাঘা ঘাটে বালি তোলার ইজারা পায় একটি কোম্পানি। নিয়ম মেনে পরিবেশ দফতরের ছাড়পত্রের পাওয়ার পরই তারা নির্দিষ্ট ঘাটে বালি তোলার কাজ শুরু করে। ওই ঘাটে যাতায়াত করার জন্য রাস্তা তৈরির কাজে হাত দিয়েছিল তারা। অভিযোগ, মাঘা গ্রামের কিছু মানুষজন ওই কোম্পানিকে নদী থেকে বালি তুলতে দেবেন না বলে জানান। তাদের বাধায় সমস্যায় পড়ে ইজারাদার।
পুলিশ জানিয়েছে, রবিবার সুবর্ণরেখা সেতু থেকে চৌপদ গ্রাম যাওয়ার পথে মাঘা সেতুর কাছে বাঁশ বেঁধে অবরোধ শুরু করে গ্রামের প্রায় ৫০-৬০ জন। খবর পেয়ে তুলিন ফাঁড়ির আধিকারিক সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অনুরোধে কাজ না হওয়ায় ঝালদা থানা থেকে অতিরিক্ত পুলিশ আসে। পুলিশের ভয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। ঘটনাস্থল থেকে তিনটি বাঁশ,একটি কুড়ুল ও দড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রামবাসীদের বাধায় বালি তোলার কাজ বন্ধ করে দিয়েছে ইজারাদার। পুলিশ জানিয়েছে শুরু হয়েছে ঘটনার তদন্ত। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
Post Comment