insta logo
Loading ...
×

বাঘমুন্ডির চড়িদায় রাবন দহন দেখতে শামিল ১২ টি গ্রাম

বাঘমুন্ডির চড়িদায় রাবন দহন দেখতে শামিল ১২ টি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: রাবন দহন দেখতে শামিল হলেন ১২ টি গ্রামের মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় বাঘমুন্ডির চড়িদা সার্বজনীন দুর্গা পুজো কমিটি ওই রাবন দহনের আয়োজন করে। অযোধ্যা পাহাড়তলির চড়িদায় একেবারে পাহাড় কোলে এই রাবণ পোড়ানো আলাদাভাবে চোখ টানে। সেই সঙ্গে এই পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবার এই পুজো ৪২ তম বছরে পড়ে। এদিন এই পুজো কমিটির রাবন দহন দেখতে ব্যাপক উন্মাদনা দেখা যায়। ওই পুজো কমিটির সম্পাদক প্রধানচন্দ্র রায় বলেন, ৪০ হাজার টাকা বাজেটের মধ্যে এই রাবন দহন হয়।

Post Comment