insta logo
Loading ...
×

শপিং মলে চুরি! পুরুলিয়া শহরে পুলিশের জালে মালদহের দুই দুষ্কৃতি

শপিং মলে চুরি! পুরুলিয়া শহরে পুলিশের জালে মালদহের দুই দুষ্কৃতি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শপিং মলে চুরি করতে এসে পাকড়াও মালদহের দুই দুষ্কৃতী। পুরুলিয়া শহরের
রাঁচি রোডে একটি ব্র্যান্ডেড শপিংমলে জিনিসপত্র চুরি করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল দুই যুবকের। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ধৃত দুজনের নাম বাপন শেখ ওরফে সইফ আখতার ও কৌশিক দত্ত। ধৃত সইফ-র বাড়ি মালদহের ইংলিশ বাজার থানা এলাকায়। কৌশিক ওল্ড মালদা থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তারা ওই শপিংমলে ঢুকে বেশ কিছু দামি কোল্ড ক্রিম ও প্রসাধনী সামগ্রী চুরি করে পালিয়ে যায়। পরে বিকালে আবার ওই শপিংমলে ঢুকে চুরি করতে গেলে তাদেরকে চিনতে পারেন ওই স্টোরের কর্মচারীরা। সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর থানায় জানান তারা। পুলিশ এলে ওই দুই যুবককে তাদের হাতে তুলে দেয় ওই শপিংমল কর্তৃপক্ষ। শুক্রবার তাদের পুরুলিয়া আদালতে তোলা হয়।
ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা এই ধরনের কাজই করে থাকে। পুরুলিয়ায় এই ধরনের অপারেশন করার জন্যই তারা মালদহ থেকে এখানে আসে।

Post Comment