সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
জ্বলে না স্ট্রিট লাইট। দোকানপাট বন্ধ হলেই ঘুরঘুট্টি আঁধারে ঢেকে যায় বরাবাজার। আর সেই সুযোগে একের পর এক চুরি। ফের চুরির ঘটনা বরাবাজার টাউনে। এবার দুষ্কৃতীদের টার্গেট মধ্য বাজারের বি এল কেডিয়া নামক একটি গোলদারি দোকান। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে শুক্রবার রাত ১২: ২৩ নাগাদ দুষ্কৃতীরা সাটারের চাবি খুলে চুরি করে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজেই দেখা গেছে একটি দু চাকা গাড়িতে করে তিনজন দুষ্কৃতী পৌছায় বি এল কেডিয়া দোকানের পাশাপাশি। দুজন নেমে যায় ওই দোকানে। চুরি করার পর তিনজন দুষ্কৃতী গাড়িতে চেপে চম্পট দেয়।
এই প্রথম নয়। বরাবাজার শহরে চুরির ঘটনা ঘটছে বারবার। কয়েক মাস আগে বরাবাজার জয়নগর পাড়ার পেটিএম ব্যাংক থেকে চুরি হয়। চুরি হয় রাজাপাড়ার একটি গোলদারী দোকানে। শুক্রবার রাতের চুরির ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় বরাবাজার থানার পুলিশ। কীভাবে বরাবাজার টাউনে একের পর এক চুরি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা, তা তদন্ত করছে বরাবাজার থানার পুলিশ। দোকানের মালিক বি এল কেডিয়া বলেন, “সকালে খবর পাই দোকানে চুরি হয়েছে। এসে দেখি শাটার অর্ধেকটি খোলা। আর দোকানের কিছু টাকা নিয়ে গেছে চোরেরা। বরাবাজার শহরে স্ট্রীট লাইট লাগানো হলো কিন্তু জ্বলে না। তাই চোরেরা অন্ধকারে চুরি করার সুযোগ পাচ্ছে। ” তাঁর অভিযোগ, সিভিকরা শুধু মোড়ে মোড়ে থাকে। বরাবাজার শহরের স্ট্রীট লাইট গুলো যাতে জ্বলে তার আবেদন রাখছেন তিনি। দোকানদারের পক্ষ থেকে থানাতে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ হয়নি বলে জানা গেছে।
Post Comment