insta logo
Loading ...
×

আদ্রায় রেল কর্মীর আবাসনে চুরি, চাঞ্চল্য

আদ্রায় রেল কর্মীর আবাসনে চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আদ্রা: রেল আবাসনে ফের চুরির ঘটনা ঘটলো। রেল শহর আদ্রায় গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে চুরি করে বলে অভিযোগ। ওই ঘটনায় রবিবার আদ্রা থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ দায়ের করেন রেল কর্মী শ্যামল সুতার। পুলিশকে তিনি জানান, আদ্রা দক্ষিণ এলাকায় তার আবাসন রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে সস্ত্রীক বাইরে গিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে আলমারি থেকে একাধিক সোনা ও হিরের গহনা চুরি করে নিয়ে পালায়। ওই রেল কর্মীর অভিযোগ, চুরি যাওয়া গহনার মূল্য প্রায় ৭ লাখ টাকা। এর আগেও আদ্রা রেল আবাসনে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। ফলে ওই রেল শহরে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত চলছে। তদন্তের কাজে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজেও চোখ রাখছে পুলিশ।

Post Comment