insta logo
Loading ...
×

পুলিশের আবাসনে চুরি, গ্রেফতার ৩

পুলিশের আবাসনে চুরি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

খোদ রেল পুলিশের আবাসনে চুরি। তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করল পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ। ধৃতরা রেল শহর আদ্রার ট্রাফিক কলোনি এলাকার বাসিন্দা আকাশ বাউরি ও রবি বাউরি এবং আদ্রার নর্থ ইনস্টিটিউট এলাকার বাসিন্দা বিকাশ বাউরি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছরের ২২ সেপ্টেম্বর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে আদ্রা থানায় একটি চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী অমিত কুমার রেল পুলিশের কনস্টেবল। সেদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন আবাসনের দরজা খোলা। তার ঘর থেকে একটি ল্যাপটপ,একটি মোবাইল ও নগদ প্রায় ৬ হাজার টাকা দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালিয়েছে। ওই মামলায় তদন্তে নেমে কিছু সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment