insta logo
Loading ...
×

কোল ওয়াশারিতে চুরি, ধৃত ৩

কোল ওয়াশারিতে চুরি, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:

ভোজুডি কয়লা পরিশোধন কেন্দ্রের লোকোসেড থেকে তামার তার চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল সাঁওতালডি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল ওই এলাকার উসির গ্রামের বাসিন্দা শহীদ আনসারি, জিতু রাজোয়াড় ও বাসুদেব রাজোয়াড়। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ৩ দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া তামার তার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। গত ১৪এপ্রিল ৪৮ মিটার তামার তার চুরি যায়। এই মর্মে ভোজুডি কয়লা পরিশোধন কেন্দ্রের প্রোজেক্ট ম্যানেজার নারায়ন চন্দ্র সামন্ত ১৫ এপ্রিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সাঁওতালডি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার তিনজনকে পুলিশ গ্রেফতার করে।

Post Comment