নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
আর পায় কে! তালা ভেঙে একেবারে মদের দোকানে চুরি। ২ লাখ টাকার মদ হাপিশ। গেছে নগদ টাকাও। ঘটনা পুরুলিয়ার ঝালদা থানার ইলু গ্রামে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ সরকার অনুমোদিত মদের দোকানটি বন্ধ করা হয়। সোমবার সকালে দোকান খুলতে এসে তারা এই কীর্তি দেখেন। দুষ্কৃতীরা ওই দোকানের তালা ভেঙে প্রায় দু লাখ টাকার মদ, নগদ ৯০ হাজার টাকা চুরি করে পালিয়েছে। সিসিটিভি দেখে যে পুলিশ কিনারা করবে, সে সুযোগও কেড়ে নিয়েছে তারা। অপারেশন শেষে দুষ্কৃতীরা ওই দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে পালিয়েছে।
Post Comment