insta logo
Loading ...

সিভিক ভলেন্টিয়ার্সদের তৎপরতায় রক্ষা পেল যুবকের প্রাণ

সিভিক ভলেন্টিয়ার্সদের তৎপরতায় রক্ষা পেল যুবকের প্রাণ

নিজস্ব প্রতিনিধি , মানবাজার :

সিভিক ভলেন্টিয়ার্সদের তৎপরতায় প্রাণে বাঁচলো এক যুবক। ‌নদীতে তলিয়ে যাওয়ার আগেই এক যুবকের প্রাণ বাঁচালো তারা।‌ ঘটনাটি ঘটে পুরুলিয়ার মানবাজার থানার কংসাবতী নদীর বুধপুরের সামনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাকুড়ি মেলা চলছিল ওই নদীর ঘাটে। সেই মেলাতেই পুলিশের সহায়তা কেন্দ্র খোলা হয় সর্বসাধারণের স্বার্থে। এদিন দুপুরে মেলার লোকজন দেখতে পান এক যুবক কংসাবতী নদীতে হাবু ডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পুলিশ সহায়তা কেন্দ্রে। খবর পাওয়ার পরেই তৎক্ষণাৎ কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সরা সেখানে পৌঁছায়। কোন কিছুর পরোয়া না করে তারা নদীতে ঝাঁপ দিয়ে পুঞ্চা এলাকার বাসিন্দা সনাতন বাউরির প্রাণ বাঁচায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সিভিক ভলেন্টিয়ারদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা।

Post Comment