insta logo
Loading ...
×

আটকে গেল পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজ!

আটকে গেল পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজ!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ঘরবন্দি হতে চলেছেন প্রায় তিরিশ হাজার মানুষ। আর এই সমস্যা থেকেই এলাকার মানুষের বিক্ষোভ শুরু। আর তাতেই আটকে যায় পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজ। রবিবার পুরুলিয়ার রাঘবপুর সংলগ্ন রঘুবরপল্লী, শান্তিপল্লী এবং গোশালা মোড় সংলগ্ন পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের সুফল পল্লীর মানুষজন নির্মীয়মান ডবল লাইনের একটি অংশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের কাজে সমস্যায় পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। বিক্ষোভের জেরে আটকে যায় ডবল লাইনের কাজ করা বেশ কিছু ডাম্পার। ঘটনাস্থলে চলে আসে আরপিএফ এবং রাজ্য পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, নির্মীয়মান ডবল লাইনের দুপাশে দুটি আন্ডারপাশের কাজ চলছে। কিন্তু এই এলাকা দিয়ে তার সংযোগকারী রাস্তা তৈরি করা হয়নি। যার ফলে ঘরবন্দি হতে চলেছেন প্রায় তিরিশ হাজার মানুষ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ এলে সেই বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। ‌অবিলম্বে সংযোগকারী রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দেন তারা।

Post Comment