insta logo
Loading ...

সমাজের মূল স্রোতে ফিরতে থাকা কুরবানকে পিটিয়ে খুন!অভিযুক্তদের খোঁজে তল্লাশি

সমাজের মূল স্রোতে ফিরতে থাকা কুরবানকে পিটিয়ে খুন!অভিযুক্তদের খোঁজে তল্লাশি

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফেরার পরেই ‘গণপিটুনি’তে মৃত্যু হলো এক ব্যক্তির।
শনিবার সকালের দিকে আদ্রা থানার গগনাবাদ গ্রামের বেনাডাঙ্গাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে ‘গণপিটুনি’-র কথা স্বীকার করতে চায়নি পুলিশ। নিজেদের আত্মীয়দের মধ্যেই ঝামেলা বাঁধে বলে জানিয়েছে। নিহতকে এলাকায় ‘দুষ্কৃতি’ বলেই জানে। তবে সমাজের মূল স্রোতে ফিরছিল নিহত। শুরু করেছিল চাষাবাদের কাজ।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। “

পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুরবান আনসারি (৪৩)। তার বাড়ি গগনাবাদের বেনেডাঙা গ্রামেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই গ্রামে তার একটি চাষের জমিতে মাটি তৈরি করে বাড়ি ফেরেন। তার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন। এরপরই তাকে গ্রামের ভেতরেই বাঁশ, লাঠি, বড় শাবল দিয়ে ব্যাপক পেটানো হয় বলে অভিযোগ। ওই ‘পিটুনিতে’ই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এই খবর আদ্রা থানায় যেতেই পুলিশ দ্রুত চলে আসে। ঘটনাস্থলে আসেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহিদ শেখ। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেই সঙ্গে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিবাদের বিষয়টি উঠে এলেও জমিকে কেন্দ্র করে সুনির্দিষ্ট বিষয়টি ঠিক কি তা এখনও জানতে পারেনি। তবে তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন ভিডিও :-

Post Comment