insta logo
Loading ...
×

‘ভুতুড়ে’ স্টেশনে দাঁড়াবে ট্রেন

‘ভুতুড়ে’ স্টেশনে দাঁড়াবে ট্রেন

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : বেগুনকোদর স্টেশন! নাম শুনলেই বুকটা ছ্যাঁৎ করে ওঠে অনেকের।আর হবে নাই বা কেন? যে ভুতুড়ে অপবাদ জুটেছিল স্টেশনটির কপালে এবং সেই স্টেশন বন্ধ করে সেই অপবাদকে বছরের পর বছর মান্যতা দিয়ে রেখেছিল ভারতীয় রেল, তাতে বিজ্ঞান মঞ্চ যতই প্রমাণ করুক ভুতুড়ে নয় বেগুনকোদর, সোশাল মিডিয়া আর ইউটিউবারদের গা ছমছমে প্রতিবেদনে ছ্যাঁৎ করাটা বুকেরও অস্বাভাবিক নয়। সেই স্টেশনে এবার থামবে আদ্রা-বড়কাখানা- আদ্রা মেমু। আজ দেবীপক্ষের দ্বিতীয় দিনে চালু হলো স্টপেজ৷ দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ০৮৬৪১ আদ্রা – বড়কাখানা সকাল ৭ টায় ও ০৮৬৪২ বড়কাখানা – আদ্রা বিকেল ৪টা০৫ নাগাদ বেগুনকোদর স্টেশন থেকে ছাড়বে। আজ বিকেলে স্টপেজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাঁচি ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমার, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো সহ অন্যান্যরা। সবুজ পতাকা দেখিয়ে তাঁরা স্টপেজ দেওয়ার পর ট্রেনটিকে এগিয়ে দেন।

Post Comment