insta logo
Loading ...
×

আবার এলো ট্যাবের টাকা

আবার এলো ট্যাবের টাকা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

কে ‘তরুণের স্বপ্ন’ ছিনিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছিল, প্রশ্নের উত্তর এখনও তদন্তাধীন।কিন্তু পুরুলিয়ায় যে সব পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়ে গিয়েছিল তাদের অ্যাকাউন্টে ফের টাকা দিল রাজ্য সরকার। ঝাড়খন্ড সীমান্তবর্তী জঙ্গলমহল পুরুলিয়া জেলার ১৭ টি স্কুলের ৪৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। স্কুলগুলো বিভিন্ন থানা সহ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়। শুরু হয় তদন্ত। রাজ্য সরকারের নজরে আসে বিষয়টি। আর তারপরই শিক্ষা দপ্তর ওই পড়ুয়াদের ট্যাবের ১০ হাজার করে টাকা আবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, ” যে সকল ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল, সেই টাকা তাদের আবার দেওয়া হয়েছে।”

জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বলরামপুরের দড়দা খেলু হেমব্রম হাইস্কুল , বলরামপুরের রাঙাডি ভজনাশ্রম হাইস্কুল, আনাড়া গার্লস হাইস্কুল ,রঘুনাথপুর ১ নং ব্লকের গগড়া হাইস্কুল, রঘুনাথপুর ২ নং ব্লকের চেলিয়ামা বিজলিপ্রভা হাইস্কুল, বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠ, বোরোর গোলাবাড়ি হাইস্কুল , চন্দনপুর হাইস্কুলের মতো মোট ১৭ টি হাইস্কুলের ৪৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা হাপিশ হয়ে যায়।

চলতি বছর ৪ অক্টোবর থেকে এই ট্যাবের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছিল। পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলের একাদশ শ্রেণীর ৩০,৪৭৪ ও দ্বাদশ শ্রেণীর২০,২৪৩ মোট ৫০ হাজার ৭১৭ জন পড়ুয়াকে ওই ট্যাবের টাকা দেওয়া হয়। অক্টোবরের শেষের দিকে ট্যাব কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসতেই এ জেলাতেও খোঁজ খবর শুরু হয়। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ তালিকা পাঠায়। সেখান থেকেই জানা যায় জেলার ১৭ টি স্কুলের ৪৪ জনের টাকা অন্যত্র চলে গিয়েছে। দায়ের হয় অভিযোগ। তদন্ত এখনও চলছে।

Post Comment