নিজস্ব প্রতিনিধি, আদ্রা: শ্বশুর বাড়িতে এসে বেঘোরে প্রাণ গেল জামাইয়ের। কুয়োয় পড়ে মৃত্যু হল তার। মৃতের নাম কৈলাস মাহাতো (৩০)। বাড়ি কাশিপুর থানার সিমলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক আদ্রা থানার ধবাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে এসেছিল। আজ শনিবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে সে। এরপর আর খোঁজ পাওয়া যায়নি তার। পরে একটি পরিত্যাক্ত কুয়োয় তার দেহটি ভাসতে দেখা যায়। ঘটনার খবর পাওয়ার পর আদ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে আদ্রা থানার পুলিশ।
Post Comment