নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
নারী আর অবলা নয়, সবলা। সবলা মেলায় জমজমাট পুরুলিয়া। গ্রামে গঞ্জের মহিলাদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ও পুরুলিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী নিয়ে পুরুলিয়া শহরের জি ই এল চার্চ ময়দানে শুরু হলো এই মেলা। মেলায় ৪১-টি স্টল অংশগ্রহণ করছে। স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী এক ছাতার তলায় বিপণনের উদ্দেশ্য নিয়েই সবলা মেলার আয়োজন।

মেলায় অংশগ্রহণকারী মহিলারা বলছেন, রাজ্য সরকার সমস্ত দিক থেকেই মহিলাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। অংশগ্রহণকারী স্বনির্ভর দলের সদস্যা শ্যামলী সরদার বলেন, প্রত্যন্ত এলাকার মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এই সবলা মেলা। এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি। এই মেলা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী।
পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, রাজ্য সরকারের অন্যান্য মেলার মতো এই সবলা মেলাতেও যথেষ্ট ভালো সাড়া মিলেছে। এই মেলায় সকলেই ভীষণভাবে উপকৃত হবেন।
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করে তুলতে মহিলাদের জন্য একাধিক প্রকল্প আয়োজন করেছেন। সবলা মেলা তার মধ্যে অন্যতম। প্রত্যন্ত এলাকার মহিলারা যাতে সাবলম্বী হতে পারে তার জন্য এই চেষ্টা।
Post Comment