নিজস্ব প্রতিনিধি,পাড়া :
তীব্র তাপমাত্রা থেকে জেলার মানুষকে স্বস্তি দিয়েছে সোমবার বিকালের কালবৈশাখী। আর সেই কালবৈশাখী ঝড়ে উড়ে গেল বাড়ির ছাউনি। অল্পের জন্য রক্ষা পেল পাড়া ব্লকের দেউলি গ্রাম পঞ্চায়েতের কাঁকি গ্রামের একটি পরিবার। মাথা গোঁজার একমাত্র ছাদ উড়ে গিয়ে মাথায় হাত হতদরিদ্র পরিবারটির।
বছরের শেষ দিনে জেলার বিভিন্ন প্রান্তে আকাশ কালো করে নেমে আসে ঝড়। তার সাথে অঝোরে বৃষ্টি। সেই ঝড় বৃষ্টিতে কাঁকি গ্রামের পুতুল পরামানিকের ঘরের এসবেষ্টারের ছাউনি উড়ে যায়। সেই ঘরে পুতুল পরামানিক ও তার দুই ছেলে থাকতেন। এদিন চড়ক পুজার মেলা দেখতে পুতুল পরামানিকের বাবা ও মা এসেছিলেন। হঠাৎ ঝড় আসায় এজবেষ্টারের ছাউনি উড়ে যায় । ভিজে যায় বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র। এজবেষ্টারের টুকরো পড়ে গিয়ে পুতুল পরামানিকের মায়ের মাথায় ও পায়ে চোট লাগে । ঝড়ের সময় তার দুই ছেলে মেলা দেখতে যাওয়ায় তারা বেঁচে যান। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুতুল পরামানিকের বাড়িতে যান গ্রাম পঞ্চায়েতের সদস্য। সাময়িক ভাবে একটি ত্রিপলের ব্যবস্থা করেন তিনি। পুতুল পরামানিক জানান, স্বামী মারা গিয়েছেন।
দুই ছেলেকে নিয়ে কোনো রকমে একটি বাড়িতে থাকি। কালবৈশাখী ঝড়ে উড়ে গেল মাথা গোঁজার ঠাঁই টুকুও। আবার বৃষ্টি হলে কোথায় গিয়ে থাকবো সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে ।
Post Comment