insta logo
Loading ...

ডাকাতির ছক ভেস্তে গেল ঝালদায়, পুলিশের জালে দুই

ডাকাতির ছক ভেস্তে গেল ঝালদায়, পুলিশের জালে দুই

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: পুলিশি তৎপরতায় ঝালদায় ভেস্তে গেল ডাকাতির ছক। পুলিশের জালে ধরা পড়ে গেল দুই ডাকাত। রবিবার রাতে ঝালদা থানার পুলিশ জানতে পারে ঝালদা-গোলা সড়কে রেলগেটের কাছে ডাকাতির জন্য কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। এই খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। এদিকে ডাকাত দলও খবর পেয়ে যায় পুলিশের আসার কথা। ফলে কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে তাড়া করে পাকড়াও করেন ঝালদা থানার পুলিশ কর্মীরা। ওই দুজনের কাছ থেকে লোহার রড, ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম টিঙ্কু দাস ও বুধু রজক । তাদের বাড়ি যথাক্রমে ঝালদার পুর শহরের দু’নম্বর ওয়ার্ডের আনন্দবাজার হাটতলা ও পুরনো ঝালদায়। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিন জেল হেফাজত হয়।

Post Comment