insta logo
Loading ...
×

রাস্তা না মরণ ফাঁদ! পলক ফেললেই দুর্ঘটনা

রাস্তা না মরণ ফাঁদ! পলক ফেললেই দুর্ঘটনা

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর

রাস্তা নাকি মরণ মরণফাঁদ! দেখে বোঝা দায় এটা ৩২ নং জাতীয় সড়ক! দুর্ঘটনা যেন কোনভাবেই ঠেকানো যাচ্ছে না এই রাস্তায়। কোনোদিন লরির ধাক্কায় বা চারচাকার ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটছে, আবার কোনোদিন বাইক দুর্ঘটনার জেরে মৃত্যুর শিকার হচ্ছেন কেউ। ফের দুর্ঘটনা ঘটলো ৩২ নম্বর জাতীয় সড়কে। শুক্রবার সন্ধ্যায় রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। জানা যায় , আহতের নাম জাবিদ সাই। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার বলরামপুরের নামশোল ফকির পাড়াতে। অপর দিকে বাইক চালক লব কিস্কুও বাইক থেকে পড়ে বেশ আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ গ্ৰামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্ৰামীন হাসপাতাল নিয়ে যায়। জাবিদ সাইকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে এই রাস্তায়। দুশ্চিন্তায় ভুগছেন এলাকার মানুষ।

Post Comment