দেবীলাল মাহাত, আড়শা:
বিদ্যুতের খুঁটিতে শর্টসার্কিট থেকে লেগে গেল আগুন। ধান ও খড়ের গাদায় আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। ঘটনা আড়শা ব্লকের কুদাগাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভরদুপুরে পরমেশ্বর কুমারের খামারে থাকা ধান ও খড়ের গাদায় হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন লাগার পরেই আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানো হলেও ততক্ষণে দুটো পুরো খড়ের গাদা পুড়ে গেছে। পরমেশ্বর কুমার জানান – মকর সংক্রান্তীর পরেই ধান ঝাড়াই এর কাজে হাত দিতাম। তার আগেই সব শেষ হয়ে গেল।
Post Comment