দেবীলাল মাহাত, আড়শা:
তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেসের মিলিত সংসার এখানে। সেই যৌথ সংসার থেকে তৃণমূলের প্রধান দিলেন ইস্তফা। চাঞ্চল্য দেখা দিল রাজনৈতিক মহলে। ঘটনা আড়শা পঞ্চায়েত সমিতির সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ পত্র গ্রহণ করল প্রশাসন। মঙ্গলবার আড়শা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান মনজুরুল আনসারী প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে পদত্যাগ পত্র জমা দেন আড়শা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল জেলার রাজনৈতিক মহলে। শুক্রবার সেই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, প্রধান ব্যাক্তিগত কারণেই প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে তাঁর পদোন্নতি হয়েছে। সেই কারণেই ইস্তফা দিলেন তিনি। আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানান, মনজুরুল আনসারী ব্যাক্তিগত কারণে দলকে জানিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন । অযোধ্যা পাহাড়তলীর পাদদেশে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েত মোট আসন ২২ টি। তার মধ্যে টিএমসি পায় ৮টি আসন, নির্দল (গরাম) ৬ টি, বিজেপি ৩টি, সিপিএম -১টি, কংগ্রেস ২টি, ফব ১টি, নির্দল-১টি। নির্দল(গরাম) বাদ দিয়ে বাকি দল গুলো মহাজোট গঠন করে বোর্ড গড়ে। প্রধান পদে নির্বাচিত হন তৃণমূলের মনজুরুল আনসারী। তিনি ইস্তফা দেওয়ায় প্রধান পদে কে বসেন, সেটাই এখন দেখার।
Post Comment