নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
সামনে এল ডাইনি অপবাদ ঘিরে অত্যাচারের আসল ঘটনা। অভিযোগ, পারিবারিক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক আদিবাসী দম্পতিকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত ঘাটবেড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ অক্টোবর এক মহিলা বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ১৯ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী চার সহোদর—সুদেব সরেন, অজয় সরেন, জলধর সরেন ও সবরম সরেন—হঠাৎ তাদের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে। ঘুমন্ত অবস্থায় থাকা স্বামীর মাথায় কোদাল দিয়ে আঘাতও করা হয় বলে অভিযোগ। এমনকি দম্পতির ১২ বছরের কন্যাকেও ছেড়ে দেওয়া হয়নি, তাকেও মারধর করা হয় বলে দাবি।
ঘটনার তদন্তে পুলিশ প্রথমে জমি সংক্রান্ত বিরোধের সূত্র খুঁজে পায়। তবে পরবর্তীতে বিজ্ঞানমনস্ক একটি সংগঠন আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি করে — এই হামলার পেছনে আসলে ‘ডাইনি অপবাদ’ দেওয়ার ঘটনাই মূল কারণ। সংগঠনটি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছেও লিখিত আবেদন জানায়।
অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত চার সহোদরকে গ্রেফতার করে। বুধবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।










Post Comment