insta logo
Loading ...
×

গাঁয়ের পলাশ শহরে দুই হাজারি

গাঁয়ের পলাশ শহরে দুই হাজারি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়ার গাঁয়ে গঞ্জে যা জঙ্গলে আর পথের ধারে আটপৌরে হয়ে ছড়িয়ে থাকে, সেই পলাশ ফুলের বাজার দর কলকাতায় আজ কত জানেন? কেজি প্রতি দু হাজার টাকা।

এবার দুই নিয়মে দুদিন সরস্বতী পুজো৷ রবিবার কলকাতার বহু জায়গায় চলছে বাগদেবীর আরাধনা। সেখানের অনেক পুজোতে
পলাশপ্রিয়া সরস্বতীর পায়ে পলাশ অঞ্জলি দেওয়া রেওয়াজ। সেই পলাশ খুঁজে পেতে হিমশিম পুজো আয়োজকরা। সরস্বতী পূজা এসে গেলেও বসন্ত আসেনি। পুরুলিয়ায় টিকে আছে শীত। হিমেল বাতাস সরিয়ে বসন্তের পাতা ঝরা বাতাস না বইলে পলাশ তো ফুটবে না। তাই সেখানে বীণাপানীর আরাধনায় বাড়ন্ত লাল পলাশ! কয়েক জায়গা ছাড়া জঙ্গলমহলের পলাশ গাছে কুঁড়িরও দেখা নেই এখন। চাহিদা তুঙ্গে জোগান কম। ফলে শনিবার সরস্বতী পুজোর আগের দিন কলকাতার মল্লিকঘাট ফুল বাজারে লাল পলাশের কুঁড়ি বিক্রি হলো ২ হাজার টাকা কেজি দরে। ফলে ১০০ গ্রাম পলাশের কুঁড়ির দামই ২০০ টাকা। সেখানে গাঁদা, নীল-সাদা অপরাজিতা, চন্দ্রমল্লিকার দাম প্রায় সব স্বাভাবিক। শুধু পলাশ নিয়েই
ধুন্ধুমার।

ঝাড়খন্ড সীমান্তের পুরুলিয়ায় ২০২২ সালের ডিসেম্বরেই উঁকি দিয়েছিল আগুনরঙা পলাশের কুঁড়ি। পরের বছরও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মিলেছিল পলাশ দর্শন। পলাশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বনদপ্তরের। নমুনা সমীক্ষা অনুযায়ী অযোধ্যা পাহাড়ের অংশ বাদ দিয়ে পুরুলিয়ায় ৮ লাখ ১৫ হাজার পলাশ গাছ রয়েছে। অযোধ্যা পাহাড় এলাকা যুক্ত হলে ১০ লাখ ছাড়িয়ে যাবে পলাশ গাছের সংখ্যা।

পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, ” গরম হাওয়া না বইলে সেভাবে পলাশ ফোটে না। এবার বসন্ত পঞ্চমী এগিয়ে এসেছে।
আর শীত না থাকলেও তার রেশ রয়ে গেছে এখনও। দিন পনেরো-কুড়ি পরই লাল পলাশ পুরুলিয়াকে সাজিয়ে দেবে। “

Post Comment